Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

শুভাঢ্যা ইউনিয়নেরর প্রখ্যাত ব্যাক্তিদের তালিকাঃ

 

০১।মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার

০২।মৃত ড. পি.কে.রায়

০৩।মরহুম বজলুর চেয়ারম্যান

০৪।মরহুম নূর মোহাম্মদ নূরু মিয়া চেয়ারম্যান

০৫। লিংকন

*মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার: তিনি একজন বীরমুক্তিযোদ্ধা ছিলেন।তার বীরত্বপূর্ন কর্মের জন্য তার নামানুসারে একটি অডিট্রিয়াম পূন নির্মান করা হয়।

*মৃত ড. পি.কে.রায়ঃকেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা ইউনিয়নের শুভাঢ্যা হাইস্কুলের প্রতিষ্ঠাতা ডাঃ পি.কে রায় -মানে প্রশান্ত কুমার রায়। তিনি ইংল্যান্ডে লেখা পড়া করেছেন।  তিনি একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন। তার নিজস্ব বাড়িটি অবস্থিত ছিল শুভাঢ্যা পশ্চিম পাড়া তার ছোট ভাই টি.কে রায় অর্থাৎ তরুন কুমার রায়। তিনি সিটি ঢাকা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।

*মরহুম বজলুর চেয়ারম্যানঃ তিনি শুভাঢ্যা ইউনিয়নের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান ইউ পি ভবনের দাতা।এছারা তিনি বিভিন্ন সম্পতি দান করে গিয়েছেন।

*লিংকনঃ কেরানীগঞ্জ উপজেলাকে সারা বর্হিবিশেব পরিচয় করিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন, তার মধ্যে বিশব পর্যটক সাইকেল বিশব ভ্রমনকারী লিংকন অন্যতম। এ দামাল ছেলে শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে জন্মগ্রহন করেন।তার পিতার নাম মোঃ আতিক উল্লাহ। তার মাতার নাম রেজিয়া আতিক। তিনি নজরুল ইসলাম কলেজে এবং মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে লেখাপড়া করেন। এইচ.এস.সি পরীক্ষার পরই তিনি ভ্রমনে রের হয়ে পড়েন এবং কিছু দেশ ভ্রমন করেন। এভাবেই তার ভ্রমনের নেশাটা মাথায় চেপে বসে। তিনি ১লা জানুয়ারি ১৯৭১ সনে জনম গ্রহন করেন।

*মরহুম নূর মোহাম্মদ নূরু মিয়া চেয়ারম্যানঃতিনি শুভাঢ্যা ইউনিয়নের সাবেক একজন সফল চেয়ারম্যান ছিলেন।তিনি বিভিন্ন সম্পতি দান করে গিয়েছেন।নূর মোহাম্মদ নূরু মিয়া হাই স্কুল যা শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ গ্রামে অবস্থিত তার নামানুসারে স্থাপন করা হয়।

 

আরো তথ্যের জন্য ভিজিট করুনঃ

http://keraniganj.dhaka.gov.bd/node/489076/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C