Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত

শুভাঢ্যা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভার কার্যবিবরনী


সভাপতি    ঃ    জনাব হাজী মোঃ ইকবাল হোসেন

চেয়ারম্যান,শুভাঢ্যা ইউপি, কেরাণীগঞ্জ, ঢাকা ।

সভার তারিখ ও সময়    ঃ   ০৫/০৬/২০২৪ইং,বেলা ১০.০০ঘটিকা

স্থান    ঃ    শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ হলরুম


উপস্থিত সদস্য /প্রতিনিধিগণের নামের তালিকা: পরিশিষ্ট ‘ক’ দ্রষ্টব্য


অদ্যকার সভার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যবৃন্দ কে স্বাগতম জানিয়ে সভার কাজ শুরু করেন। অতপর নি¤œরুপ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।


ক্রমিক নং    আলোচ্যসূচী    আলোচনা     সিদ্ধান্ত    দায়িত্বপ্রাপ্ত  ব্যক্তি/ সংস্থা

০১    ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন    সভয়ি সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে  স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর  ৯৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ইউনিয়ন সমন্বয় কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন । তিনি জানান যে,উপজেলা পর্যায়ে দপ্তর প্রধানগণ  ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটিতে ইউনিয়নওয়ারি সদস্য মনোনয়ন করবেন । সকল সদস্য মনোনিত হওয়ায় আজকের এই কমিটি গঠন করা হয়েছে । সভায় সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে উক্ত কমিটির সদস্য সচিব ইউনিয়ন উন্নয়ন কমিটির কার্যাবলী উপস্থিত সকল সদস্যগণের সামনে তুলে ধরেন ।     কমিটির কার্যক্রম বাস্তবায়ন ।    কমিটির সকল সদস্য

০২    উন্নয়ন পরিকল্পনা    সভায় সভাপতি মহোদয় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বলেন যে, জাতীয় উন্নয়ন পরিকল্পনা ওএবং জনগনের প্রয়োজনের অগ্রাধিকার বিবেচনা করে ইউনিয়ন পরিষদ স্কীস বাস্তবায়ন এবং সেব প্রদান করবে । স্থানীয় চাহিদা , জনগনের অগ্রাধিকার ,সম্পদের প্রাপ্যতা , কারিগরী দক্ষতা,দারিদ্রতা হ্রাস এবং অন্যান্য বিষয় বিবেচনার ভিত্তিতে স্কীম নির্বাচন ও সেবা নিশ্চিত করবে।    সকরে একমত পোষণ করেন ।    ইউনিয়ন পরিকল্পনা কমিটি

০৩     রাজস্ব আদায়    সভায় সভাপতি মহোদয় জানান যে, ইউনিয়ন পরিষদের অন্যতম গুরুত্বপূর্ন কাজ হচ্ছে রাজস্ব আদায়ে গতিশীলতা আনয়ন। পর্যাপ্ত আয় ছাড়া ইউনিয়ন পরিষদ জনসাধারনকে তাদের প্রত্যাশিত সেবা প্রদান করতে পারবে না । তাই কর আদায় বৃদ্ধির জন্য স্থানীয় জনগনকে সচেতন করতে হবে।    কর আদায়ে গ্রহনযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে ।    কর মূল্যায়ন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটি ।


পরিশেষে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকলকে অনুরোধ জানিয়ে এবং আর কোনো আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।